প্রশাসনের নীরবতায় মাথাচাড়া দিচ্ছে মাটি মাফিয়া, নবগ্রামের অমরকুন্ডে তীব্র অভিযোগ
এডমিন
ছবি: সংগৃহীত
মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত অমরকুন্ড এলাকায় প্রকাশ্যেই চলছে অবৈধ মাটি কাটার রমরমা ব্যবসা। চাষযোগ্য জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে তা ব্যবসায়িক উদ্দেশ্যে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই দিনের আলো থেকে শুরু করে রাতের অন্ধকারেও চলছে এই মাটি লুট।
বিরোধীদের দাবি, শাসক দলের ছত্রছায়াতেই এলাকায় একের পর এক জমিতে ৮ থেকে ১০ ফুট গভীর গর্ত করে মাটি তোলা হচ্ছে। যার ফলে আশপাশের কৃষিজমি ভয়াবহ ঝুঁকির মুখে পড়ছে। স্থানীয় কৃষকদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে জমিতে ধস নামতে পারে। শুধু তাই নয়, এই অবৈধ মাটি কাটার জেরে এলাকার পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অমরকুন্ড পঞ্চায়েতের সিপিএম সদস্য লিলন খাঁয়ের অভিযোগ, একাধিকবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। তাঁর সাফ অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তাতেই মাটি মাফিয়াদের দৌরাত্ম বেড়েই চলেছে এবং এর নেপথ্যে শাসক তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে।
একই সুর শোনা যাচ্ছে বিজেপির গলাতেও। বিজেপির অভিযোগ, প্রশাসন ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রেখেছে বলেই এলাকায় দিনের পর দিন অবাধে চলছে এই বেআইনি মাটি কাটার কারবার।
সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এত বড় অভিযোগের পরেও কেন নীরব প্রশাসন? কাদের মদতেই চলেছে এই মাটি লুট? প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকাকেই দায়ী করে সরব হয়েছে বিরোধীরা।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...
