সুইজারল্যান্ডে নববর্ষের রাতে বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪০ জন নিহত
রাজীব দাস
৩ জানুয়ারী, ২০২৬•০৭:৩৫ AM
12 ভিউ ৫ মিনিট
18
ছবি: সংগৃহীত
সুইজারল্যান্ডের ক্রান্স-মন্টানায় নববর্ষ উদযাপনের সময় বারে অগ্নিকাণ্ডে প্রায় ৪০ জন মারা গেছেন।
সুইজারল্যান্ডের ক্রান্স-মন্টানা স্কি রিসোর্টে নববর্ষ উদযাপনের সময় "লে কনস্টেলেশন" বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০ জন মারা গেছেন এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। এটি সাম্প্রতিক সময়ের অন্যতম মর্মান্তিক দুর্ঘটনা।
খবরটি শেয়ার করুন:
রাজীব দাস
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
