লালগোলায় SIR হেয়ারিং নিয়ে হয়রানির অভিযোগ, BDO অফিসে কংগ্রেসের ডেপুটেশন ও বিক্ষোভ
এডমিন

ছবি: সংগৃহীত
লালগোলায় SIR (Special Intensive Revision) হেয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দপ্তরে ডেপুটেশন দিল কংগ্রেস। মঙ্গলবার লালগোলা ব্লক কংগ্রেস কমিটির ডাকে কংগ্রেসের কর্মী-সমর্থকরা মিছিল করে BDO অফিসে এসে বিক্ষোভ দেখান।
ছবিতে দেখা যাচ্ছে, লালগোলা ব্লক কংগ্রেস কমিটির লেটারহেডে লেখা ডেপুটেশন BDO-র হাতে তুলে দেওয়া হচ্ছে। কংগ্রেসের দাবি, SIR প্রক্রিয়ার নামে ভোটার তালিকা সংশোধনের সময় সাধারণ মানুষকে অহেতুক ডাকা হচ্ছে, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও হয়রানি করা হচ্ছে। এতে আতঙ্কিত হচ্ছেন গ্রামবাসীরা।
ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে,
SIR হেয়ারিংয়ের নামে অকারণে মানুষকে বারবার ডাকা বন্ধ করতে হবে
BLO ও সংশ্লিষ্ট আধিকারিকদের স্বচ্ছ ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে
বৈধ ভোটারদের নাম ছাঁটাই বা বাতিল করা যাবে না
প্রত্যেক আবেদনকারিকে যথাযথ রিসিপ্ট ও তথ্য জানাতে হবে
কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এই প্রক্রিয়ার আড়ালে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। অবিলম্বে এই হয়রানি বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
অন্যদিকে, ডেপুটেশন গ্রহণ করে BDO আশ্বাস দিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং নিয়ম মেনেই কাজ করা হবে।
লালগোলায় SIR হেয়ারিং ঘিরে এই বিক্ষোভকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...
