অ্যাপল সিরি-তে বড় পরিবর্তন আনছে ২০২৬ সালে
রাহুল দত্ত
৩ জানুয়ারী, ২০২৬•০৭:৩৫ AM
7 ভিউ ৫ মিনিট
18
ছবি: সংগৃহীত
অ্যাপল তাদের এআই কৌশলে বড় পরিবর্তন আনতে চলেছে। সিরি আরও কথোপকথনমূলক হবে এবং জটিল কাজ সম্পাদন করতে পারবে।
২০২৬ সালে অ্যাপল তাদের ভার্চুয়াল সহকারী সিরি-তে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। আপডেটেড সিরি আরও কথোপকথনমূলক হবে এবং মাল্টি-স্টেপ কাজ সম্পাদন করতে সক্ষম হবে। গুগলের জেমিনি দ্বারা চালিত হতে পারে এই নতুন সিরি। নতুন হোমপড মিনি ২ এবং অ্যাপল টিভি আপগ্রেডেও এই এআই সক্ষমতা দেখা যাবে।
খবরটি শেয়ার করুন:
রাহুল দত্ত
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
