বাংলা সিনেমা ২০২৬: প্রসেনজিৎ, দেব, জিতের ছবি আসছে
অনুপমা রায়
৩ জানুয়ারী, ২০২৬•০৭:৩৫ AM
7 ভিউ ৫ মিনিট
18
ছবি: সংগৃহীত
২০২৬ সালে বাংলা সিনেমায় বেশ কয়েকটি বড় ছবি মুক্তি পাচ্ছে। প্রসেনজিতের কাকাবাবু, জিতের বায়োপিক উল্লেখযোগ্য।
২০২৬ সালে বাংলা চলচ্চিত্র জগতে বেশ কয়েকটি বড় ছবি আসছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় "বিজয়নগরের হীরে" ছবিতে কাকাবাবু চরিত্রে ফিরছেন (২৩ জানুয়ারি)। জিৎ অভিনীত "কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত" মুক্তিযোদ্ধা অনন্ত সিংয়ের জীবনী ভিত্তিক। দেবের "বাইক অ্যাম্বুলেন্স দাদা" পদ্মশ্রী করিমুল হকের বায়োপিক।
খবরটি শেয়ার করুন:
অনুপমা রায়
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
